৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
'ছড়াকবিতার ব্যাকরণ ক্লাস' ভূমিকাঃ 'ছড়া-কবিতার ব্যাকরণের ক্লাস' গ্রন্থে 'ছড়া-কবিতার ব্যাকরণ' বলতে লেখক হাসান রাউফুন ছড়া-কবিতায় শব্দ-অর্থ-বাক্য, ছন্দ, অলংকার, রস, যতি ইত্যাদির শুদ্ধ ও সঠিক ব্যবহারের রীতি-নিয়মকে বোঝাতে চেয়েছেন। এগুলোর সঠিক ব্যবহার ছড়া বা কবিতার ভাব-ভাবনা-বিষয়কে যথাযথ, অর্থবোধক, রসগ্রাহ্য ও অলংকারশোভিত করতে সাহায্য করে। হাসান রাউফুন রচিত সাহিত্য, চলচ্চিত্র ও ব্যাকরণ বিষয়ক কয়েকটি একাডেমিক গ্রন্থ রয়েছে যেগুলো সহযোগী পাঠ্য হিসেবে সমাদৃত। তিনি দীর্ঘদিন ধরে এরূপ বিষয়ে লিখছেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত তার একটি ব্যাকরণগ্রন্থও রয়েছে। ছড়া-কবিতার এরূপ ব্যাকরণ তথা রীতি-নিয়ম নিয়ে এ দেশে হাসান রাউফুন ব্যতীত আর কেউ কোন গ্রন্থ প্রকাশ করেছেন বলে আমার জানা নেই। ইতঃপূর্বেও প্রকাশিত লেখকের 'কিশোর ছড়াকবিতার রূপ-অরূপ ও ছড়াকবিতার ব্যাকরণ পাঠকপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ-অলংকার নিয়ে এর আগেও গ্রন্থ লিখেছেন। বর্তমান গ্রন্থে লেখক একটি ছড়া বা কবিতার জন্য ক্রিয়া, প্রত্যয়, নির্দেশক, বচন, বাচ্য, বিভক্তি, কারক, সমার্থক শব্দ, প্রবাদ, বাগধারা, যতি ইত্যাদির সঠিক ব্যবহার কতটুকু প্রয়োজন তা ব্যাবহারিক নমুনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। সেজন্য গ্রন্থটির দ্বিতীয় অধ্যায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন ছড়াকার বা কবির জন্য এরূপ ব্যাকরণ কত গুরুত্বপূর্ণ তা অনুধাবন করেই লেখক প্রথম অধ্যায়ে তুলে ধরেছেন- ছড়া-কবিতার ব্যাকরণ ও এর প্রয়োজনীয়তা, ব্যাকরণের মৌলিক অংশ বা বিষয়, ব্যাকরণের উপাদান, বর্ণের ব্যাকসৌন্দর্য, প্রমিত বানান, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধশব্দ, শুদ্ধবাক্য, ছড়া-কবিতার প্রাণ,
ভাব-ভাবনা-বিষয়, শব্দ-অর্থ-বাক্য, ছড়া-কবিতার পদক্রম, ছড়া-কবিতায় যতি ইত্যাদি। একজন উঠতি লেখকের জন্য জরুরি গ্রন্থটির দ্বিতীয় অধ্যায় তথা 'ছড়া-কবিতার ব্যাকরণের ক্লাস'। এখানে গ্রন্থকার ছড়া-কবিতা রচনায় শুদ্ধশব্দ, প্রমিত বানান, ক্রিয়া, প্রত্যয়, নির্দেশক, বচন, বাচ্য, বিভক্তি, কারক, সমোচ্চারিত শব্দ, প্রবাদ, বাগধারা, যতি ইত্যাদির যথাযথ ব্যবহার উদাহরণসহ দেখানোর চেষ্টা করেছেন। গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে নমুনা হিসেবে ব্যবহৃত ছড়া-কবিতাংশগুলো লেখকের নিজকৃত রচনা। ছড়া-কবিতাংশগুলোর কাব্যগুণের চেয়ে অধিকতর বিবেচ্য হলো সেগুলোতে লেখকের উদ্দিষ্ট ব্যাকরণের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন। এতে তিনি প্রত্যাশিতভাবে সফল হয়েছেন বলে আমার বিশ্বাস। লেখক জোর দিয়েই বলেছেন, কবি একটু সচেষ্ট হলেই অধিকতর শুদ্ধ ও রসগ্রাহ্য রচনা সৃষ্টি করতে পারেন। এক্ষেত্রে বিদ্যমান পূর্বধারণাকে আঁকড়ে ধরে শুদ্ধতা-রসগ্রাহ্যতার দাবীকে এড়িয়ে যাওয়া সঠিক কাজ নয়। আমিও তার সঙ্গে একমত।
আমি গ্রন্থটির সাফল্য কামনা করি।
আহমেদ জসিম
Title | : | ছড়া কবিতার ব্যাকরণ ক্লাস |
Author | : | হাসান রাউফুন |
Publisher | : | চমনপ্রকাশ |
ISBN | : | 9789849271000 |
Edition | : | 1st Published, 2017 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
হাসান রাউফুন জন্ম : ২২ সেপ্টেম্বর ১৯৭০, কুষ্টিয়ার সেনগাঁ’য়। দাদা মুক্তিযোদ্ধা কফিলউদদিন বিশ্বাস ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এবং সেনগাঁ’র শিক্ষা ও গ্রামউন্নয়নের পথিকৃৎ। বাবা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরি।স্টামফোর্ড ইউনিভারসিটি থেকে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে মাস্টার্স। জেনারেল ইংলিশ ও আইএলটিএস সম্পন্ন করেন জেনিথ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ থেকে। দুই কন্যা সামিহা আফনান মাটি ও সামারা জাফরিন নাবা এবং গিন্নি ফারজানা ইয়াসমিনকে নিয়ে সিদ্ধেশ্বরী লেনে তাঁর বসবাস। প্রকাশিত গ্রন্থ : চেনা পৃথিবী অচেনা মানুষ (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৮), ঘুমজাগানো পাখি (সিদ্দিকীয়া পাবলিকেশন্স, ২০০৯), একবিংশের বানান (জ্যোতিপ্রকাশ, ২০১০), চলচ্চিত্র শিক্ষা (জ্যোতিপ্রকাশ, ২০১০), কিশোর ছড়াকবিতার রূপ-অরূপ (উৎস প্রকাশন, ২০১০), ভিজবে ছোটন ছড়ায় (প্রতিভা প্রকাশ, ২০১২), ছন্দ শেখার কলাকৌশল (বাংলাপ্রকাশ, ২০১২), টিভিনাটক নির্মাণের কলাকৌশল (প্রজ¦লন, ২০১২), কৃষ্ণচূড়া ভালোবাসা (অনুবাদ কাব্য, প-াটফর্ম, ২০১২), ভূতপাখি (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), ঢ ওয়াল (বশিরুজ্জামান বশির ফাউন্ডেশন, ২০১৩), শ্রেষ্ঠ মনোদৈহিক গল্প (চমনপ্রকাশ, ২০১৩), ছড়াকবিতার অলংকার (সাহিত্যদেশ, ২০১৩), আবৃত্তি শেখার কলাকৌশল (স্বরবৃত্ত, ২০১৩), সমাপনী বাংলা ব্যাকরণ ও নির্মিতি (শিশুস্বর্গ, ২০১৩-১৫), ছড়ায় ছবিতে বাংলাদেশ (জাতীয় বিষয়ের পরিচিতিসহ বাংলা ও ইংরেজি, চমনপ্রকাশ, ২০১৪), ভাষাজ্যোতি (উচ্চমাধ্যমিক পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত, শিশুস্বর্গ, ২০১৪-১৫) ছড়াকবিতার ব্যাকরণ (অনন্যা, ২০১৫), চিত্রনাট্য রচনার কলাকৌশল (প্রতিভা প্রকাশ, ২০১৫) মাইএকাডেমি ওয়েববুক (২০১৪-১৫) : সমাপনী বাংলা, মাধ্যমিক বাংলা সাহিত্য (নবম-দশম), মাধ্যমিক বাংলা ব্যাকরণ (নবম-দশম), উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্য (একাদশ-দ্বাদশ), উচ্চমাধ্যমিক বাংলা ব্যাকরণ (একাদশ-দ্বাদশ), সৃজনশীল পাঠনির্দেশন : সাহিত্য (তুলনামূলকপাঠ) চিত্রনির্মাণ : মাতম (ডকুচিত্র, ২০০৫), ডন (ধারাবাহিক নাটক, ২০০৫), উৎস (টেলিছবি, ২০০৬), নীলাম্বরী (টেলিছবি, ২০০৮) চিত্রনাট্য : আমরা তিনজন, মুসাফির, না ফোটা ফুল, মা, পা, ক্ষুধা সম্পাদনা : ছড়ার আসর (২০০৫), ছাড়পত্র (২০১২) স্মারকগ্রন্থ, কবি আবুল হাসান শামসুদ্দিন (২০১৪)
If you found any incorrect information please report us